Amit Shah: বঙ্গে অমিত শাহ, কলকতায় কর্মসূচী নিয়ে কী পোস্ট শাহের?
ABP Ananda Live: পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ
প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা । কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন । বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা
তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
বেহাল রাস্তা, প্রতিবাদে কোচবিহারের দিনহাটায় বিক্ষোভ
বেহাল রাস্তা, প্রতিবাদে কোচবিহারের দিনহাটায় বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই রাস্তার হাল বেহাল, সংস্কারের দাবিতে বিক্ষোভ। রাস্তার মেরামতির দাবিতে দিনহাটা-গীতালদহ রাজ্য সড়ক অবরোধ। দীর্ঘক্ষণ অবরোধ, পরে বিডিওর আশ্বাসে প্রত্যাহার।


















