Samik Bhattacharya: 'বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না', মন্তব্য শমীক ভট্টাচার্যের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে মন্তব্য শমীক ভট্টাচার্যের। শিল্পায়ণের পক্ষে সওয়াল করে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্যসভাপতিকে কৌশলে আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও খবর...
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
মৃত শিল্পী বিবি পেশায় নার্স, খুনের অভিযোগ স্বামীর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি । অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের।
বেহালার সখেরবাজারে বন্ধুর বাবার মারে মৃত্যু হল তরুণের। এই অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতভর চার বন্ধু মিলে মদ্যপান করেন। আজ সকালে সখেরবাজার সুপার মার্কেটের সামনে বন্ধুদের মধ্যে গন্ডগোল হয়। অভিযোগ, সেই সময় অন্য বন্ধুরা এক বন্ধুকে মারধর করেন। ওই বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। বাবা এসে বাকি ৩ বন্ধুকে মারধর করেন। মারধরে গুরুতর জখম হন বাপি অধিকারী। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২৪ বছরের ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



















