Suvendu Adhikari: 'মুর্শিদাবাদে, মালদায় ভয়াবহ অবস্থা, খুবই বেদনাদায়ক', বললেন শুভেন্দু
ABP Ananda Live: 'মুর্শিদাবাদে, মালদায় ভয়াবহ অবস্থা। এই ভয়াবহতা মাপার কোনও জায়গা নেই, খুবই বেদনাদায়ক। গ্রামের পর গ্রাম হিন্দু সংখ্যা যেখানে কম , ৩০টা বাড়ি, ৫০টা বাড়ি সব শেষ করে দিয়েছি। বিভিন্ন গ্রুপ থেকে ছবি তুলে তুলে পাঠাচ্ছে, সেইসব ভয়ঙ্কর ছবি। এটা কোনও ছোটোখাটো আইনশৃঙ্খলার অবনতি নয়, পুরোপুরিভাবে হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া'। বললেন শুভেন্দু।
এদিন মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সঙ্ঘের থেকে সংসার। দুটোর আগেই কিন্তু সং রয়েছে। সেই জন্য আমরা বলি, বেশি সংযমী হলে, হয় সং , নয়তো যমের শিকার হয়ে যায়। সংসার মানে দিলীপ বাবু, সং সেজে থাকাই যেখানে সার ! সেটাই হল সংসার। ও লাভলি ! I am really happy. আমাকে দেখুন , আমি কিন্তু বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত। বলে নিজের সাজগোজ দেখালেন মদন মিত্র। এরপর 'কালারফুল বয়' হাসিমুখে শোনালেন কবিতা। 'চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে ? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আজ আমাদের সোনামণির বে। প্রহর শেষের আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম, আমার সর্বনাশ।'

















