Bongaon News: বনগাঁয় চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী, গুলিচালনার নেপথ্যে কারণ কী ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বনগাঁয় চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী । গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল । ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে বনগাঁ থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতার হাসপাতালে । ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । গুলিচালনার পিছনে ব্যবসায়িক শত্রুতা না অন্য কিছু, প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে পুলিশ
আরও খবর..
আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'মনোনয়ন শেষের পর যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সময় মামলা হয়নি কেন ?' এখানে কোনও অত্যাবশ্যকীয় পরিস্থিতি তৈরি হয়নি, মামলা খারিজ, মন্তব্য প্রধান বিচারপতির।
আসছে শীতকাল। তা সত্ত্বেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।