Bratya Basu : 'মেধাতালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয়', পোর্টাল প্রসঙ্গে জানালেন শিক্ষামন্ত্রী
ABP Ananda LIVE : অবশেষে খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল ।স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু ।'৪৬০টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ'।'আগামীকাল সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন'।'প্রথম দফায় আবেদনের সময়সীমা শেষ ১ জুলাই'।'একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে'।'প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কাউকে সশরীরে কলেজে যেতে হবে না'।'সর্বাধিক ২৫ জায়গায় ভর্তির আবেদন করা যাবে'।'অনলাইন পোর্টালে পড়ুয়াদের সহায়তার জন্য রয়েছে চ্যাটবট'।'চ্যাটবট বীণার মাধ্যমে সহায়তা পাবেন পড়ুয়ারা'।'মেধা তালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয়'।'ভর্তির জন্য হেল্প লাইন নম্বর: ১৮০০ ১০২ ৮০১৪'।
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI 180 উড়ান। বিমানের বাঁদিকের ডানায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, কলকাতায় অবতরণ। রাত পৌনে একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, জানান পাইলট। এরপর ভোর ৫টা ২০ মিনিটে ফের মুম্বইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি।


















