Britain: লন্ডনে রাজ্যাভিষেক ঘিরে উৎসবের আমেজ
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে লন্ডনে উৎসবের আমেজ। আর উৎসব মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। তা সে গঙ্গার পারেই হোক, বা টেমসের ধার। প্রবাসী বাঙালির রসনাতৃপ্তির জন্য তৈরি চৌরঙ্গী! মানে লন্ডনের রেস্তোরাঁ - চৌরঙ্গী! ইলিশের রাজকীয় পদ থেকে খাস কলকাতার স্বাদমাখা ফিশফ্রাই! কাসুন্দি চিংড়ি থেকে লোভনীয় পাতুরি - কী নেই রাজকীয় মেনুতে!
রাজা তৃতীয় চার্লসের রাজ্য়াভিষেকে উপস্থিত থাকছেন ভারত থেকে আমন্ত্রিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। লন্ডনে পৌঁছে
গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন
তিনি। রাজ্যাভিষেকের আগে শুক্রবার কমনওয়েলথ দেশগুলির নেতাদের সঙ্গে দেখা করেন চার্লস। ব্রিটেনের রাজার সঙ্গে আলাপচারিতায় মাতেন ধনকড়ও। ইজরায়েল, ব্রাজিল, ইতালির প্রেসিডেন্টদের সঙ্গেও কথা বলেন ভারতের উপরাষ্ট্রপতি।




















