Burdwan News:'কাজ করা ভীষণ কঠিন, হাত দিতে গেলেই খেতে হবে ছোবল',মুখ খুললেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান
TMC News: প্রভাবশালীদের কাছে 'অসহায়' খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান। সরকারি জমি দখল থেকে বেআইনি নির্মাণ, মুখ খুললেন বর্ধমানের পুরপ্রধান। 'কাজ করা ভীষণ কঠিন, হাত দিতে গেলেই খেতে হবে ছোবল'। প্রভাবশালী-তত্ত্বে এবার মুখ খুললেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। 'বালি পাচার থেকে বেআইনি নির্মাণ, হকার দৌরাত্ম্যে নাজেহাল'। 'কাউকে কিছু বলতে গেলেই কারও না কারও নাম তোলা হচ্ছে'। বর্ধমান পুর এলাকায় অবৈধ কাজ নিয়ে সরব খোদ চেয়ারম্যান। 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়'। 'হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে'। 'হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'। 'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে'। 'একজন হকার একটিই জায়গা পাবেন'। 'পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না'। 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই' ।'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'। 'বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক'। 'বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না'। 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'। 'নেতা-পুলিশ লোভ সংবরন করুন'।'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'। 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'। ABP Ananda Live