Mohan Bhagwat: ১৬ ফেব্রুয়ারি মোহন ভাগবতের সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পূর্ব বর্ধমানের SAI কমপ্লেক্সে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । ১৬ ফেব্রুয়ারির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের । 'আয়োজকদের দেখতে হবে যাতে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়' । 'শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের' । 'যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে' । নির্দেশ কলকাতা হাইকোর্টের ।
লাউডস্পিকার এর পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে আয়োজকরা
শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব
শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব । আজকের মধ্যেই CMOH-এর রিপোর্ট তলব স্বাস্থ্য সচিবের: সূত্র । 'যা ঘটেছে, তা ঠিক হয়নি, শোকজ করা হবে অভিযুক্তদের'ঠিক কী হয়েছে শান্তিপুর হাসপাতালে? CMOH-এর রিপোর্ট তলব । অসুস্থ শিশু বমি করে ফেলার শাস্তি, পরিষ্কার করতে হল বাবাকে! । শান্তিপুর হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত অবমানবিক আচরণ! । ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি' । শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি! । বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল । লিখিত অভিযোগ দায়ের, খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের । 'হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই' । 'শিশুর বাবা নিজেই বমি পরিষ্কার করে দেবেন বলেছিলেন'
বিতর্কের মুখে দাবি অভিযুক্ত ডাক্তারের । সাফাই কর্মী নেই বলে অসুস্থ শিশুর বাবাকে দিয়েই সাফাইয়ের কাজ!




















