Calcutta High Court:নিয়োগ দুর্নীতিতে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদনে গড়িমসি, মুখ্যসচিবকে তুলোধনা হাইকোর্টের।ABP Ananda LIVE
মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার রিপোর্টে ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী। কেন? শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সি দু-বার সরকারের অনুমোদন চেয়েছিল, কিন্তু মেলেনি। হাইকোর্টে মামলা ওঠায় দু-বার সময় চায় রাজ্য, তার পরও অনুমোদন মেলেনি। আজ, তৃতীয় বার রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, লোকসভা ভোটের পরে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। তার পরই রাজ্যের মুখ্যসচিবকে তুলোধনা করে হাইকোর্ট। অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদনে গড়িমসি, এখনও বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদনে গড়িমসি, তীব্র ভর্ৎসনা হাইকোর্টের।
২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে অবস্থান জানান মুখ্যসচিব, নির্দেশ বিচারপতির।
![Kolkata News: রাতের শহরে দুষ্কৃতীদের দাপট, নিউ মার্কেট এলাকায় আক্রান্ত দুই ব্যবসায়ী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/8f9ad98318a2cd8159c3caed2b5e33391739713511929967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)