RG kar News: পোস্টিং-প্রশ্নে রাজ্যের আর্জি খারিজ
ABP Ananda LIVE: অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। মামলাগুলি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 'এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে। রাজ্যকে এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত', মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।
তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় 'ডামাডোল'
তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় 'ডামাডোল'। চেয়ারপার্সনের অপসারণ চেয়ে তলবি সভায় হাজির তৃণমূলের ১৩ জন কাউন্সিলর। অনাস্থা প্রস্তাবে সায় ১ নির্দল ও ১ কংগ্রেস কাউন্সিলরের। কড়া অবস্থান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের। পুরসভার কাজকর্ম হচ্ছে না কেন, ২৪ কাউন্সিলরকে শো-কজের চিঠি পুর-নগরোন্নয়ন দফতরের। ৭ দিনের মধ্যে শো-কজের উত্তর দিতে বলা হয়েছে কাউন্সিলরদের। কাউন্সিলরদের শো-কজের চিঠি পুর ও নগরোন্নয়ন সচিবের।



















