Hindu Seva dal: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা হিন্দু সেবা দলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা হিন্দু সেবা দলের । রেড রোডে কর্মসূচির অনুমতি দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । 'হিন্দু সেবা দল চাইলে রাজ্যের প্রস্তাবিত ২টি বিকল্প জায়গায় কর্মসূচি হতে পারে' । 'আরআর অ্যাভিনিউ বা শহিদ মিনারে কর্মসূচি করতে পারে হিন্দু সেবা দল'। হনুমান জয়ন্তীর কর্মসূচি নিয়ে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির
আরও খবর...
কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলেছে পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। এমনকী লাথিও মারা হয় তাদের। যা নিয়ে পাল্টা পুলিশের তরফে দাবি তাদের উপরও হামলা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে পুলিশ তরফে দাবি করা হয়, তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। লালবাজারের তরফে দাবি, কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত হয়েছেন।


















