Calcutta High Court LIVE : OBC সার্টিফিকেট বাতিল মামলায় মুখ্যসচিবকে হাইকোর্টের তলব
ABP Ananda LIVE : OBC সার্টিফিকেট বাতিল মামলায় মুখ্যসচিবকে হাইকোর্টের তলব। আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগে মুখ্যসচিবকে তলব। আদালত অবমাননার মামলায় মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ। ভার্চুয়ালি মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের । কেন মানা হয়নি কোর্টের নির্দেশ? ভার্চুয়ালি মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ। ১২ মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি।
Jadavpur University Chaos: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'
'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র',যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে। ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেছিলেন, 'আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি। তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব...কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।' যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন দেবাংশু।



















