Calcutta Highcourt: বিমল গুরুঙ্গকে মদন-খুনের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের। ABP Ananda Live
ABP Ananda Live: মদন তামাঙ্গ হত্যা মামলায় নতুন মোড়। বিমল গুরুঙ্গকে মদন-খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ। সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট। বিমল গুরুঙ্গের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ। ২০১৭ সালের নগর দায়রা আদালতের নির্দেশ বাতিল। ভারতী তামাঙ্গ ও সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভেন্দু সামন্ত। ২০১০ সালে প্রকাশ্য দিবালোকে দার্জিলিঙে খুন করা হয় মদন তামাঙ্গকে। অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি ছিলেন মদন।
অন্য়দিকে, অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় তেইশশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নতুন এজেন্টদের নাম উঠে এসেছে, খবর সূত্রের। 'এই এজেন্টদের মাধ্যমেই টাকা লেনদেন হয়েছে' । 'পরবর্তীকালে এই নামগুলিকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই'। বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি, খবর সূত্রের।