Canning News: প্রতিবাদ করায় ক্যানিংয়ে ২ মহিলাকে বেধড়ক 'মার', ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ মহিলাদের দাবি, তাঁরা ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা আটকে গল্পগুজবে মত্ত ছিল ৩ যুবক সরে যেতে বলায় এক যুবক মহিলাদের মুখে আলো ফেলে কটূক্তি করে বলে দাবি প্রতিবাদ করায় লাঠি নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে আরেক যুবক আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা অধরা।
আরও খবর..
আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় তৃণমূল কর্মীদের নাম থাকার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের মারধর করা হয়। এক আইএসএফ কর্মী আহত হন। আবাস-তালিকায় স্বজনপোষণ ও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে
ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স।মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।