এক্সপ্লোর
Cow Smuggling: ৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন এনামুলও, দাবি সিবিআই-এর
গরুপাচার মামলার তদন্তে ষষ্ঠ লটারির হদিশ। ‘এবার লটারি প্রাপকের তালিকায় গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক। ২০১৭ সালে লটারিতে ৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন এনামুল। এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে লটারিপ্রাপ্তির খোঁজ: সিবিআই সূত্র। গরুপাচার তদন্তে ইতিমধ্যেই অনুব্রত ও তাঁর মেয়ের ৫ বার লটারি প্রাপ্তির হদিশ, দাবি সিবিআইয়ের। ‘৩ বারে ১ কোটি টাকার বেশি লটারি জিতেছেন অনুব্রত-কন্যা সুকন্যা’, ২ বারে ১ কোটি ১০ লক্ষ টাকা লটারি জিতেছেন অনুব্রত, দাবি সিবিআইয়ের।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন


















