Burdwan: জামালপুরে 'তৃণমূলে নবজোয়ারে' ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল
Burdwan: কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে এই অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। কোটি কোটি টাকা খরচ করে নবজোয়ার কর্মসূচিতে নতুন নাম দিয়ে তৃণমূলের নেতা, কর্মীদের ছাপ্পা ভোট দিতে শেখানো হচ্ছে, কটাক্ষ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।




















