Chok Bhanga Chota: আর জি করের ঘটনায় ফের অভিযুক্তের ফাঁসির দাবি মমতার। ABP Ananda Live
ABP Ananda Live: বুধবার রাতে তাণ্ডব হয়েছে আরজি কর হাসপাতালে। যাঁরা এই কাজ করেছেন, দলমত নির্বিশেষে তাদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শান্তনু সেন। আরজি করের আন্দোলনকারীদের সমর্থনও জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্পর্কে তিনি বলেন, ভারতবর্ষের অন্যতম প্রিন্সিপাল যাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তদন্তের স্বার্থে সিবিআই যেন প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করে, তদন্ত চালায়, সেই কথাও বলেছেন শান্তনু সেন। আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। বুধবার রাতে তাণ্ডব আরজি কর হাসপাতালে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ নার্সিং স্টাফদের।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)