Chowman :কলকাতায় এশিয়ার হরেক খাবারের সম্ভার চাউম্যানে। শুরু হচ্ছে দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল।
ABP Ananda Live : কলকাতায় বসেই এশিয়ার হরেক খাবারের সম্ভার নিয়ে এল চাউম্যান। ৭ই মে থেকে সেখানে শুরু হচ্ছে দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। আগামী এক মাস পর্যন্ত দেশের যে কোনও আউটলেটে চলবে এই ফেস্টিভ্যাল।
জেলমুক্তির আগেই ফের গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস !
চিন্ময়কৃষ্ণ দাসকে জেলেই রাখতে চায় ইউনূস সরকার। ফের গ্রেফতার সন্ন্যাসী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারির পর এবার চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলামকে কুপিয়ে-পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানো হল।বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ। শুনানিতে চিন্ময়কৃষ্ণর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। সেই মামলায় জামিন মেলেনি, তার আগে এবার নতুন মামলায় গ্রেফতারি।


















