Udayan Guha: 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়' জয়ের পরেই হুঙ্কার উদয়নের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোটে ৩ পুরসভায় পিছিয়ে, রোষে বন্ধ উন্নয়ন? 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়' কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর । কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা-৩ পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি । ভোটের ফল বেরোতেই ৩ পুরসভার বাসিন্দাদের হুঁশিয়ারি উদয়নের । 'মাথাভাঙা ১-র জন্য ৪ কোটি, মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি' । 'ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়' । 'শহরের মানুষ গ্রামের চেয়ে বেশি চালাক, ঠিক করতে হবে কী চান' । কিছু পেতে হলে কিছু দিতে হয়: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
উন্নয়ন চান, না ধর্ম চান, ঠিক করতে হবে শহরের মানুষকে: উদয়ন
অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদ করে, SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম মিলেছে। তাদের মধ্যে ৩-৪ জন প্রভাবশালী। এমনই দাবি CBI সূত্রে। চুনোপুঁটিদের নিয়ে তো অনেক হল। এবার দুর্নীতির মাথাদের সামনে আনুক কেন্দ্রীয় এজেন্সি। প্রতিক্রিয়া বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।