Mamata Banerjee: মেন্টাল হেলথের সমীক্ষার নামে পরোক্ষে NRC-র কাজ করছে কল্যাণী এইমস: মমতা
ABP Ananda LIVE: NRC নিয়ে এবার কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর । 'মেন্টাল হেলথের সমীক্ষার নামে পরোক্ষে NRC-র কাজ করছে কল্যাণী এইমস'। 'সমীক্ষার নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে'। 'কেউ কোনও সমীক্ষা করতে এলে জানাবেন'। 'মেন্টাল হেলথের নামে পার্টির হয়ে কেন সমীক্ষা?''এটা আপনাদের কাজ নয়, এটা আপনারা করবেন না'। 'সবাই সজাগ থাকুন, রাজ্য সরকার ছাড়া কাউকে তথ্য দেবেন না'। কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।
ধোপে টিকল না সরকারের আপত্তি, অবশেষে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের জামিন। ৩দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন। বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দোল। তার ৫দিন পরে গবেষক ছাত্রের জামিন হল অবশেষে। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে। এমনকী জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে। এরপর প্রশ্ন তোলেন বিচারক। তথ্য প্রযুক্তি আইনে মামলা নয় কেন? প্রশ্ন বিচারকের। জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। অন্যদিকে, তদন্তে আর কোনও অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দোলের আইনজীবীও।



















