Mamata Banerjee : মোদি যাওয়ার পর হামাগুড়ি দেবেন। অমিত শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : দেশের সবচেয়ে ক্ষতি করেছেন অমিত শাহ! আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, মোদি যাওয়ার পর হামাগুড়ি দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের হাত থেকে ক্ষমতা নিয়ে নিন, ওঁকে কন্ট্রোল করুন, মোদিকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে কটাক্ষ বিজেপির।
West Bengal News: মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে
এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।


















