Mamata Banerjee: 'বাংলায় আন্দোলন করে লাভ নেই, দিল্লি গিয়ে করুন',ইমাম মোয়াজ্জেমদের বৈঠকে বার্তা মমতার
ABP Ananda LIVE : ওয়াকফ আন্দোলনকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সম্মেলনে তিনি বললেন, বাংলায় আন্দোলন করে লাভ নেই। আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। এরপর তিনি আরও সংযোজন করলেন, বাংলায় আমি আছি। আরও ইঙ্গিতপূর্ণভাবে একই সঙ্গে এদিন তিনি বললেন, একবছর পর দিল্লিতে অনেক পরিবর্তন হবে। কিন্তু আরও একটা লোকসভা ভোট আসার প্রায় ৪ বছর আগে দিল্লিতে কীসের পরিবর্তনের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে আবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।
মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে
এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।


















