Kolkata News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শহরজুড়ে চলছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান |ABP Ananda LIVE
Mamata Banerjee: যদুবাবু বাজারে চলছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান। গতকাল ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন আজ কলকাতার পুরসভার (kolkata municipality)আধিকারিকরা রয়েছন এবং তাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। তিনি সরাসরি হকারদের সঙ্গে দোকানদারদের সঙ্গে কথা বলছেন। চলার পথ ছেড়ে কতটা জায়গাতে তারা জিনিসপত্র রাখতে পারবে সেই নিয়ে কথা বললেন তৃণমূল কাউন্সিলর( TMC Councellor)।
পুরকর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর(amata banerjee) ঘোষণায় স্বস্তিতে কোচবিহারের(coochbehar) ব্যবসায়ী মহল। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ভর্ৎসনার মুখে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্য সরকারি অধীনে থাকা ভ্যালুয়েশন বোর্ডই কর বৃদ্ধির প্রস্তাব করেছিল। এক্ষেত্রে পুরসভার কোনও হাত নেই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর মহিষবাথানে উচ্ছেদ করা হল জবরদখল। কর বাড়ানো নিয়ে তীব্র ভর্ৎসনা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্য়মন্ত্রীর বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। যার মধ্য়ে অন্য়তম সল্টলেক। সল্টলেক... আমার লজ্জা লাগছে, ইচ্ছেমতো সুজিত বসু লোক বসাচ্ছে। কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? ARD অফিসের সামনে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? হোয়াই? হোয়াই? হোয়াই?