JU:যাদবপুরের হস্টেলে ছাত্র নির্যাতনের অভিযোগ, উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধা!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। 'ল্যাপটপ চুরির অভিযোগে আটকে রেখে নির্যাতনে অসুস্থ ছাত্র'। হাসপাতালে নিয়ে যেতে মেডিক্যাল সুপারকে বাধা দেওযার অভিযোগ। নির্যাতনের অভিযোগ, হাসপাতালে কম্পিউটার সায়েন্সের সান্ধ্য বিভাগের ছাত্র। ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধার অভিযোগ। 'নির্যাতিত' ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ পড়ুয়াদের একাংশের: সূত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্টের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব বলেন, "আমি গিয়েছিলাম, কিন্তু ব়্যাগিং একেবারেই নয়। আমি গিয়েছিলাম, একটি ছেলে অসু্স্থ হয়ে পড়েছিল। ভিসি বলেছিলেন। প্যানিং অ্যাটাক হয়েছিল। কোনও উত্তপ্ত আলোচনা হয়নি। আমি মনে করি ভর্তি করাতে হবে। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে ভর্তি করাই।''