Congress News: নারী নিরাপত্তা ইস্যুতে কংগ্রেসের লালবাজার অভিযান
ABP Ananda LIVE : নারী নিরাপত্তা ইস্যুতে কংগ্রেসের লালবাজার অভিযান। বৃষ্টি মাথায় নিয়ে CP-র কাছে ডেপুটেশন দিতে যাচ্ছেন। ব্যারিকেড করে রুখল পুলিশ। অগ্রভাগে প্রদেশ কংগ্রেস সরকার শুভঙ্কর সরকার। মহিলা কর্মীরা বসে রাস্তায়। প্রতিবাদে ফাটানো হল ডিমও।
দিলীপ ঘোষ বলেন, "মান-অভিমান চলতে পারে না দলে। এক বছর হল দল কোনও দায়িত্ব দেয়নি। '২৪ পর্যন্ত তো আমি কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলাম! তার পর নির্বাচন হল। আবার বাংলায় নির্বাচন আসছে। দল মনে করলে যা দায়িত্ব দেবে, করব।"
২১ জুলাই বিশেষ কিছু ঘটবে বলে এর আগে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা, সেই সময় জল্পনা জোর পায়। কিন্তু পরবর্তীতে শমীক জানিয়ে দেন, দিলীপ বিজেপি-তে আছেন এবং থাকবেন। আদি-নব্য দ্বন্দ্ব বলে কিছু নেই বলেও দাবি করেন শমীক। দিলীপও বলছেন, "উনি সবাইকে নিয়ে কাজ করতে বলেছেন। উনি রাজ্য সভাপতি। উনি যেটা ঠিক করবেন, সবাি মেনে নেবেন। ওঁর কথায় অনেকে উৎসাহিত। পুরনো কর্মীরা আবার মনে জোর পাচ্ছেন।"



















