BJP News : 'আমি এর শেষ দেখে ছাড়ব...বদলা আমি নেব,' খাগড়াবাড়ির ঘটনায় হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE : খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা। বিজেপির দাবি, ওই গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। যদিও তৃণমূলের স্পষ্টতই অভিযোগের তীর বিজেপির দিকেই। শাসকদলের দাবি, বিজেপিই এই হামলা চালিয়ে, উল্টে তৃণমূলের উপর দোষারপ করছে। যাবতীয় বিষয়ে এবার এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন নিশীথ প্রামাণিক।নিশীথ প্রামাণিক বলেন, ' আজকে উদয়নবাবুর পরিকল্পনাটা কী ?.. একই পরিকল্পনা আজকে করা হয়েছিল। এমনভাবে প্রাণনাশের চেষ্টা হবে, হয়তো আমাদের যারা দেহরক্ষী থাকে, তাঁরা বাধ্য হয়, তাঁদেরকে প্রতিহত করতে। কিন্তু আমরা বারংবার আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছিলাম, ওরা যা করে করুক, গাড়ি ভেঙে ফেলে, ফেলুক। আপনারা গাড়ি থেকে নামবেন না। বা কোনও ধরণের ভূমিকায় পদক্ষেপ নেবেন না। এবং তাই হয়েছে। একেবারে গাড়ির ভিতর থেকে ভিডিও আছে। ..যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয়, তখন খুব ভাল করেই জানতাম, উদয়নবাবুর এই ধরণের পরিকল্পনা আছে। উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন। সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপরে, এমনভাবে আঘাত করা হয়, যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়ে ছিল তাঁরা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না। কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে, এটা প্রাণনাশের চেষ্টা ছিল।'

















