Corona: ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে চিন্তিত রাজ্য, কোন পথে হাঁটবে সরকার? আজ চূড়ান্ত সিদ্ধান্ত | Bangla News
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার (Corona) গ্রাফ। কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। সোমবার থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির সম্ভাবনা। সূত্রের খবর, কোন কোন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হবে আজ সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন (Nabanna)।
কোনও জমায়েত, বাজার, লোকাল ট্রেন, বিমান চলাচল, স্কুল, কলেজ, রেস্তরাঁ - এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে বলে সূত্রের খবর। বাতিল আজ থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার ক্যাম্প। কাল বাতিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান।
করোনা আবহে শারীরিকভাবে কেউ এজলাসে থাকতে পারবেন না, শুনানি ভার্চুয়ালে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে বিধি চালু, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
শুক্রবারের তুলনায় রাজ্যে এক লাফে দৈনিক সংক্রমণের (Corona) সংখ্যা বাড়ল ১০০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজার ৫১২ জন। মৃত ৯। কলকাতার পজিটিভিটি রেট ছড়াল ২৬ শতাংশ।
করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস (Aroop Biswas)। ভর্তি উডল্যান্ডসে। দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল, খবর সূত্রের। সংক্রমিত উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। করোনা আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী জিৎ।