HMPV Virus: আচমকা চিনে HMPV ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, জানাল কেন্দ্র
ABP Ananda LIVE: ২০২৫ শুরু হল নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের খবরে। হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)। আর এটিরও বাড়বাড়ন্ত আপাতত চিনেই। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক সব পোস্ট। সত্যিই কি করোনারই সমগোত্রীয় এই ভাইরাস ? করোনার মতোই কি চ্যালেঞ্জের মুখে ফেলবে এইচএমপিভি?
সোশ্যাল মিডিয়ায় যতই আতঙ্ক ছড়াক না কেন, কোনও চিকিৎসকই এখনও পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে ভয়াবহ কিছুই বলেনি। তবে এই ভাইরাস কোভিডের মতোই শ্বাসযন্ত্রকে অসুস্থ করে। তবে চিন এখনও এই সংক্রমণকে সরকারি জরুরি অবস্থা বলে ঘোষণা করেনি। তবে সে দেশের স্বাস্থ্য দফতর অজানা ভাইরাস হানা মোকাবেলায় প্রোটোকল প্রয়োগ করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, কোভিড-১৯ এবং এইচএমপিভি শ্বাসযন্ত্রে হানা দিচ্ছে। এর ফলে সর্দি-কাশি-জ্বর, কোনও কোনও ক্ষেত্রে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হচ্ছে। সংক্রমণের বৃদ্ধি আটকাতে চিন সম্প্রতি নিউমোনিয়ার জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। চিনের স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, শীত এবং বসন্তে এ ধরনের সংক্রমণ হয়েই থাকে।