Covid News: কলকাতায় ফের করোনা আক্রান্তের হদিশ, কোভিডে অসুস্থ বিদেশি কূটনীতিক
ABP Ananda Live: কলকাতায় ফের করোনা আক্রান্তের হদিশ মিলল। বন্দর হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয়েছে। বেলেঘাটার NIRBI-তে পরীক্ষায় ধরা পড়েছে ২ জনই করোনা আক্রান্ত। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় বাড়ছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমণ। সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা। কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। সভার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে।



















