Covid News : উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দ্বিতীয় মৃত্যুর খবর বেলেঘাটা আইডিতে
ABP Ananda Live: পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু। বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা ১ ব্যক্তির মৃত্যু। ওই ব্যক্তি বেলেঘাটা আইডি-তে মারা গেছেন বলে খবর। গত ৬ জুন তারিখ বিকেলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এখনই কোনও টাকা দেবেন না, গ্রুপ সি ও ডি-দের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার
এখনই কোনও টাকা দেবেন না, গ্রুপ সি ও ডি-দের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার । দুপুর ২টোর সময় নিজের বক্তব্য জানাচ্ছি, জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই মামলায় দুপুর ২ টোয় ফের শুনানি। দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর.।
রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি'। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন তৈরির কোনও অধিকার কি রাজ্যের আছে?' মামলার শুনানিতে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর।



















