Covid News : উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু
ABP Ananda Live: রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু। আলিপুরের বেসরকারি হাসপাতালে ৭৪ বছরের পৌঢ়ের মৃত্যু। এই নিয়ে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩।
নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দলের সাংগঠনিক সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা। মঞ্চে তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক অরুণাভ ভুঁইয়ার উপস্থিতিতে আপত্তি দলেরই একাংশের। অরুণাভ ভুঁইয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ দলের একাংশের। বিক্ষোভের মুখে সভামঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অরুনাভ। অভিযোগকারীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, পাল্টা অভিযোগ অরুণাভর । বিক্ষোভের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা
তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতন, এখনও অধরা কীর্তিমান মা-ছেলে
তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতন, এখনও অধরা কীর্তিমান মা-ছেলে। খড়দার তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ।'ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে পর্নোগ্রাফি করতে চাপ', রাজি না হওয়ায় খড়দার তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে অত্যাচারের অভিযোগ । এখনও অধরা অভিযুক্ত শ্বেতা খান ও তাঁর ছেলে। শ্বেতা খানের আরও কীর্তি প্রকাশ্যে।


















