Crime News: বিহারের জেল থেকে এবার CID-র জালে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। ABP Ananda Live
বিহারের (Bihar) জেল থেকে এবার CID-র জালে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। রাজ্য পুলিশের গোয়েন্দাদের দাবি, গত কয়েক বছরে রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সুবোধ। সম্প্রতি রানিগঞ্জ ও ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। গতবছর ব্যারাকপুর, শক্তিগড়, পুরুলিয়া ও রানাঘাটে সোনার দোকানে ডাকাতি হয়। কোথাও ডাকাতদের গুলিতে মৃত্যু হয়
স্বর্ণ ব্যবসায়ীর ছেলের, কোথাও আবার গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যেকটি ঘটনাতেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের হাত
রয়েছে বলে দাবি করেছে CID. তাদের দাবি, শুধু তাই নয়, কিছুদিন ধরে ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চেয়ে হুমকি-ফোনের ঘটনাতেও মূল অভিযুক্ত বিহারের এই দুষ্কৃতী।
রানিগঞ্জে ২০২২ সালে ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং-কে আনা হল রাজ্যে। বিহারের বেউরের জেলে বসেই এ রাজ্যে একের পর এক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে সুবোধের। রানিগঞ্জে ২০২২ সালে ডাকাতির ঘটনায় আজ ভোররাতে CID, বিহার STF, বিহার পুলিশের কড়া নিরাপত্তায় কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে আসা হয়। আজই তোলা হবে আসানসোল জেলা আদালতে। সম্প্রতি বেলঘরিয়ার রথতলায় BT রোডে ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি, ওই ব্যবসায়ীকে হুমকি, রেস্তোরাঁ ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকি-ফোন ছাড়াও ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লাকে খুন থেকে শুরু করে রাজ্যে একাধিক অপরাধের ঘটনায় নাম জড়ায় সুবোধ সিংয়ের।