Cyclone Remal: রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে হয় রেমালের ল্যান্ডফল | ABP Ananda LIVE
আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে হল ল্যান্ডফল। যার প্রভাবে কলকাতা থেকে জেলা, হল প্রবল ঝড়-বৃষ্টি। কলকাতায় চাঙড় খসে মৃত্যু হল এক ব্যক্তির। উপড়ে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি।
রবিবার রাতে, ঘণ্টায় সর্বাধিক ১৩৫ কিলোমিটার গতিতে, বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল। তবে জোরালো ধাক্কা দিয়ে গেল এই বাংলাকেও।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই উত্তাল ছিল সমুদ্র আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাত সাড়ে ৮টা নাগাদ, উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। উপকূলবর্তী এলাকার পাশাপাশি, কলকাতাতেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছিল ভালই। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ।
এরই মধ্যে কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের বিবির বাগান এলাকায়, বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে একজনের।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সোমবার অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, নদিয়া, মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনায়। উত্তরবঙ্গের কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।