Cyclone Remal Update: আরও কাছে রেমাল। বকখালি-ঝড়খালিতে ঝোড়ো হাওয়ার তাণ্ডব | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল। রাত ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল। রাত ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। বকখালিতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে প্রবল হাওয়া। খালি করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত। দোকানপাট বন্ধ। সমুদ্র তীরবর্তী এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকে প্রচার করছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। বিভিন্ন ব্লক, মহকুমা ও জেলা স্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ফ্লাড সেন্টার ও স্কুলগুলিকে প্রস্তুত রেখেছে প্রশাসন। ফেরি চলাচল বন্ধ। হোটেল ও লজগুলিকে নতুন করে বুকিং নিতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের হোটেলে থাকতে বলেছে প্রশাসন।