DA : কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র পার্থক্য ৩১ শতাংশ। Bangla News
ডিএ মামলায় নতুন মোড়। ডিএ রায় পুনর্বিবেচনা চেয়ে ফের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। ২০ মে মহার্ঘভাতা মামলায় রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। রায় ঘোষণা করেছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। তখন বলা হয়েছিল ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে দিতে হবে কর্মচারীদের। প্রসঙ্গত এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র পার্থক্য ৩১ শতাংশ।
যে প্রসঙ্গে স্টেট স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সঙ্কেত চক্রবর্তী বলেছেন, 'সরকারের সময় নষ্ট করার চেষ্টা যা সরকার ক্রমাগত করছে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে ডিএ কর্মীদের অধিকার। আর সরকার তার পরও অধিকার প্রাপ্য কি না সেই রায় পুনর্বিবেচনা করতে আদালতের দ্বারস্থ হচ্ছে।' যে প্রসঙ্গে কনফেডারেশন এফ গভঃ এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 'আদালত অবমাননার হাত থেকে বাঁচতেই ফের একবার কোর্টে গেল রাজ্য সরকার। সরকার যেখানেই যাক আমরা ছেড়ে দেব না, নিজেদের বক্তব্য আমরা পেশ করব। সরকারকে আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ করতে হবে। সেই দাবিতে আমরা লড়ে যাব।'