Debangshu Bhattacharya: 'বনধের নামে গুন্ডামি হলে পুলিশ ব্যবস্থা নেবে', বনধ প্রসঙ্গে মন্তব্য দেবাংশুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বনধের নামে গুন্ডামি হলে পুলিশ ব্যবস্থা নেবে। কেরলের বাম সরকারই বনধের বিরুদ্ধে ফরমান জারি করেছে। বনধ প্রসঙ্গে মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের।
গুজরাতে ফের ভেঙে পড়ল সেতু, ভডোদরায় বিপর্যয়, মৃত অন্তত ১০। একাধিক গাড়ি নদীতে। কী বলবেন, অ্যাক্ট অফ গড, না অ্যাক্ট অফ ফ্রড? পোস্ট তৃণমূলের।
আরও খবর...
ABP Ananda LIVE: আর জি করের ক্রাইম সিনে যেতে চেয়ে অভয়ার আইনজীবীর আবেদন খারিজ শিয়ালদা কোর্টের । সিবিআইকে তীব্র ভর্ৎসনা শিয়ালদা আদালতের । 'সিবিআইয়ের অবস্থা শোচনীয়, অবাক হচ্ছি সিবিআইয়ের নো অবজেকশন দেওয়ায়', মন্তব্য আদালতের । 'তাহলে কি সিবিআই মনে করছে, তাদের তদন্তই সঠিক হয়নি', প্রশ্ন আদালতের । 'সিবিআইয়ের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করেনি ?', প্রশ্ন আদালতের । 'এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হল ?', সিবিআইকে প্রশ্ন আদালতের । সিবিআইয়ের চার্জশিট জমা না দেওয়ার জন্যই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল' । পরিবারের আবেদনপত্র দেখে মনে হচ্ছে, পরিবারের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান', মন্তব্য আদালতের । স্বাধীন ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে যেতে চায়', মন্তব্য আদালতের । আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া নেই', মন্তব্য আদালতের । তাই আবেদন খারিজ, জানালেন শিয়ালদা কোর্টের বিচারক



















