Sandeshkhali Chaos: স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে উত্তম সর্দারকে সাসপেন্ডের সিদ্ধান্ত, জানালেন পার্থ
West Bengal News: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার শেখ শাহজাহান (Seikh Sahajahan) ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার। তৃণমূলের সাসপেন্ডেড অঞ্চল সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম ছাড়াও তৃণমূলের ব্লক সভাপতি ও আরেক জেলা পরিষদ সদস্য শিবু হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে অত্যাচারের ভুরিভুরি অভিযোগ করেছেন গ্রামবাসীরা। কোথাও জমি কেড়ে নেওয়া, কোথাও সেচ খাল দখল, কোথাও চাষের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এক কথায় সন্দেশখালিতে রাজত্ব চালাতেন তৃণমূলের এই তিন নেতা। উত্তম সর্দার গ্রেফতার হলেও, এখনও অধরা শিবু হাজরা ও শেখ শাহজাহান। স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আসায় উত্তম সর্দারকে সাসপেন্ডের সিদ্ধান্ত, জানিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। ABP Ananda LIVE

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
