Dengue Update: ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই !
ABP Ananda Live: ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই ! স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫২২। পরের ৫ দিনে সংখ্যাটা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে।
ডিসেম্বর চলেছে কিন্তু জাঁকিয়ে শীতের দেখা নেই। এরই মধ্যে বঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সঙ্গে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আগামী ২-৩ দিন ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, দাপট বাড়বে কুয়াশার। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের মধ্যে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।