Dholahat Incident: হাইকোর্টের নির্দেশে SSKM হাসপাতালে ফের ঢোলাহাটের মৃত যুবকের ময়নাতদন্ত
West Bengal News: গতকালই ফের ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো SSKM হাসপাতালে ফের হল ঢোলাহাটের যুবকের ময়নাতদন্ত। এদিন, পরিবারের সদস্যদের সামনে হয় ময়নাতদন্ত। করা হয় ভিডিওগ্রাফি।
হাইকোর্টের নির্দেশে SSKM হাসপাতালে ফের হল ঢোলাহাটের মৃত যুবকের ময়নাতদন্ত। প্রথমে চুরির অভিযোগে গ্রেফতার। তারপর, জামিন পাওয়ার ৫ দিনের মধ্যে মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে, ২২ বছরের তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে পরিবার। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এরপরই শুক্রবার, ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশে বলেন, শনিবার ফের মৃত আবু সিদ্দিক হালদারের দেহের ময়নাতদন্ত হবে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। এরপরই, শনিবার সকালে মৃত যুবকের বাড়িতে পৌঁছে যান মন্দিরবাজারের SDPO, তদন্তকারী অফিসার, বিডিও-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। মাটি খুঁড়ে তোলা হয় মৃতদেহ। পরিবারের দাবি মেনে এদিন ছিলেন না ঢোলাহাট থানার কোনও পুলিশকর্মী। দুপুর পৌঁনে দুটো নাগাদ মৃতদেহ SSKM হাসপাতালে এসে পৌঁছয়।
ময়নাতদন্তের জন্য আগে থেকেই তিন সদস্যের দল প্রস্তুত ছিল। তারাই পরিবারের সদস্যদের সামনে ময়নাতদন্ত করেন। গোটা প্রকৃয়ায় ভিডিওগ্রাফি করা হয়।