Digha News: ঝোড়ো হাওয়ায় দিঘায় গেট ভেঙে আহত বেশ কয়েকজন পথচারী
ABP Ananda Live: ঝোড়ো হাওয়ায় দিঘায় গেট ভেঙে পড়ে আহত বেশ কয়েকজন পথচারী। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সমুদ্রনগরীকে সাজিয়ে তুলতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে গেট। আর ঝড়ে সেই গেট ভেঙেই বিপত্তি। দ্রুত সারানোর কাজ চলছে।
পাক কব্জায় বিএসএফ জওয়ান, তার বাড়িতে গেলেন বিএসএসফের আধিকারিকরা
পাক কব্জায় বিএসএফ জওয়ান, তার বাড়িতে গেলেন বিএসএসফের আধিকারিকরা। আজ পাঠানকোট যাওয়ার কথা আটক বিএসএফ জওয়ানের স্ত্রীর। ৪ দিন পেরিয়ে গেলেও আটক জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে মেলেনি ইতিবাচক সাড়া। সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা।





















