Purba Medinipur News: পূর্ব মেদিনীপুরে জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে স্বপদে বহাল, নির্দেশিকা জারি নবান্নর | ABP Ananda LIVE
পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে স্বপদে বহাল। এ নিয়ে আজই নির্দেশিকা জারি করেছে নবান্ন। ভোট শুরুর আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বীরভূমে বদলি করা হয়েছিল। নির্বাচন কমিশন পূর্ণেন্দু মাঝিকে জেলাশাসক পদ থেকে অপসারিত করে। ভোটের সঙ্গে জড়িত নয়, এমন কাজের দায়িত্ব তাঁকে দিতে, নবান্নকে নির্দেশ দেয় কমিশন। নির্দেশ অনুযায়ী পূর্ণেন্দু মাঝিকে মৎস্য উন্নয়ন দফতরে বদলি করে নবান্ন। ভোট ও নির্বাচন বিধি শেষ হওয়ার পর স্বপদে ফেরানো হল পূর্ণেন্দু মাঝিকে। 'কাঁথি, তমলুক হারার পরেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে বদলির নির্দেশ। আইএএস-দের কাজ এখন ভোটে রিগিং করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া, না হলেই বদলি', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ-র।
এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের। এরপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।