(Source: ECI/ABP News/ABP Majha)
Doctors Fake Attendance: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা?
ABP Ananda Live: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকরা বায়োমেট্রিক হাজিরা দিচ্ছেন। এই দাবি করে দেশের সমস্ত মেডিক্য়াল কলেজকে সতর্ক করল ন্য়াশনাল মেডিক্য়াল কমিশন। NMC-র হুঁশিয়ারি, যে প্রতিষ্ঠানে এই ঘটনাগুলি ঘটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। হুঁশিয়ারি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নয়, এবার হাজিরা-জালিয়াতির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে। ২৪ জুলাই, দেশের সমস্ত মেডিক্যাল কলেজের নিয়ামক সংস্থা, ন্য়াশনাল মেডিক্য়াল কমিশন, NMC-র একটি বিজ্ঞপ্তি ঘিরে এই অভিযোগ সামনে এসেছে। মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।
NMC-র দাবি, ভাইরাল চিঠির সূত্রে জানা যায়, ছত্তীসগড়ের এক বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক অভিযোগ করছেন, তিনি নিয়মিত কলেজে না গেলেও, সিলিকন ফিঙ্গার প্রিন্টের মাধ্য়মে তাঁর হাজিরা হয়ে যাচ্ছে।