Durand Cup 2025: ২৩ জুলাই থেকে শুরু ১৩৪ তম ডুরান্ড কাপ । সাংবাদিক বৈঠকে ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
ABP Ananda LIVE: আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ। যুবভারতী স্টেডিয়ামে সেই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি ঘোষণা করা হল টুর্নামেন্টের পুরস্কার মূল্য়। এবার চাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা। রাষ্ট্রপতি ভবনে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেবেন রাষ্ট্রপতি। উদ্য়োক্তারা জানিয়েছেন, এবারের ডুরান্ড কাপে অংশগ্রহণ করছে মোট ২৪টি দল। মাঠের তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি রয়েছে ডায়মন্ড হারবার এফসিও। এছাড়াও, টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আইএসএলের ৬টি ক্লাব, আইলিগের ৬টি ক্লাব, সেনাবাহিনীর ৩টি দল এবং মালয়েশিয়া ও নেপাল থেকে ১টি করে ক্লাব। অন্য়দিকে, প্রত্য়েকবছর টিকিট বণ্টন নিয়ে বিভিন্ন ক্লাবের মধ্য়ে ক্ষোভ তৈরি হওয়ার প্রসঙ্গে এদিন মুখ খুললেন রাজ্য়ের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়ছেন, এবার ক্লাবগুলিকে পর্যাপ্ত পরিমাণ টিকিট দেওয়া হবে।



















