Durga Puja 2025: রবিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ
ABP Ananda LIVE : পুজোর আর ২ মাসও বাকি নেই,সাড়ম্বরে চলছে শারোদোৎসবের প্রস্তুতি। রবিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ। এবারে ৫ বছরে পদার্পন করবে তাদের পুজো।কলকাতার পুরানো মানচিত্রে নবীন সদস্য হলেও এবছর নজর কেড়েছে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের পুজো।পুরানো জমিদার বাড়ির আদলে মন্ডপ তৈরি করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।১০০ বছর আগে কীভাবে জমিদার বাড়িতে দুর্গাপুজো হত, সেই ছবিই তুলে ধরা হবে মন্ডপ সজ্জায়, প্রতিমা হবে সাবেকি। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনীষা বসু, চিকিৎসক কুণাল সরকার, সুরকার জয় সরকার। এবছর সেবক সঙ্ঘের পুজোর অপেক্ষায় আছে গোটা পাড়া।
আরও খবর...
জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক।
জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বনগাঁ উত্তরের বিধায়ক অশওক কীর্তনীয়াকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল লোক পাঠিয়ে বিক্ষোভ দেখিয়েছে, দাবি বিধায়কের।



















