Durga Puja 2025: পুজোয় নতুন গান নিয়ে হাজির হলেন শিলাদিত্য চৌধুরী ও সোম চক্রবর্তী
ABP Ananda LIVE: পুজোয় নতুন গান নিয়ে হাজির হলেন শিলাদিত্য চৌধুরী ও সোম চক্রবর্তী। নতুন গানের নাম রক স্তোত্র। প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেলে তৈরি এই গানে রক মিউজিকের সঙ্গে রয়েছে মন্ত্রোচ্চারণও।
আরও খবর...
মহালয়াতেই পুজো মুডে বাংলা। কলকাতায় একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। চেতলা অগ্রণীতে দেবীর চোখ আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভাবাজার রাজবাড়ি থেকে একাধিক বারোয়ারি পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান।
ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১ কনস্টেবল। সাইকেলে পেট্রোলিং করছিলেন ১ জন কনস্টেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কা। ১ জন কনস্টেবল, ১ জন সিভিক ভলান্টিয়ার ও ১ জন বাইক আরোহীকে ধাক্কা বেপরোয়া গাড়ির। গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের, মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার ও বাইক আরোহী।




















