BJP News : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন, প্রতিবাদে মহিষাদলে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির
ABP Ananda LIVE : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদে মহিষাদলে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির। তমলুকেও বিজেপির বিক্ষোভ।
Durgapur Molestation Case: 'মুখ্যমন্ত্রী এই গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন' ! আক্রমণ বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের। এদিন তিনি বলেন, এক দলিত বাচ্চার গণধর্ষণ হয়েছে। সে প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্রী। সে সন্ধ্যায় সাড়ে ৮ টা নাগাদ বাইরে বেরিয়েছিল। মনেহয়, ডিনারে যাবার পরিকল্পনা ছিল ওই ছাত্রীটির। এবং ৪ জন তাঁর সঙ্গে দুষ্কর্মে লিপ্ত হয়। এতটাই ঘৃণার কাজ করেছে, যাতে যেকেউই শিউরে উঠবে।' বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ আরও বলেন,' রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি খোদ নিজেই রাজ্যের হোমমিনিস্টারও বটে। প্রত্যেক মহিলাই যেনও যে কোনও সময় বেরোতে পারে, সেই দায়িত্ব তাঁরই। ওনার থেকে এটাই আশা করা হয় যে, তিনি রাজ্যকে এতটাই সুরক্ষিত করে দেবেন, যে মহিলারা যে কোনও সময়েই বাইরে বের হতে পারবেন, নির্ভয় হয়ে। ..সেখানে এই গণধর্ষণ ঘটনায় সাফাই দেওয়ার চেষ্টা করছেন। '






















