DYFI Leader Arrested: জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার DYFI নেতা কলতান দাশগুপ্ত
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-কাণ্ডে গ্রেফতার করা হল DYFI নেতা কলতান দাশগুপ্তকে। সরকারি কর্মীর ওপর হামলার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, শান্তিভঙ্গের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হালতুর বাসিন্দা আরও একজনকে। ২ জনেরই ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নবান্নে মুখ্য়মন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার পরই...শুক্রবার দুই ব্য়ক্তির মধ্য়ে ফোনে কথোপকথনের অডিও সামনে এনে, বিস্ফোরক দাবি করেন কুণাল ঘোষ! তিনি অভিযোগ করেন, এভাবেই জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা হচ্ছিল, যাতে দোষ চাপানো যায় তৃণমূলের ঘাড়ে। এই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার, সিপিএমের যুব সংগঠন DYFI-এর নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীর ওপর হামলার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, শান্তিভঙ্গের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।