East Bardhaman: এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক | ABP Ananda LIVE
Burdwan News: ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়।
আরও খবর..
আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন নামখানা থানার OC বিভাস সরকার। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধারদেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। অন্যদিকে, কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, এখন ২০২২-এর তালিকা খতিয়ে দেখা হচ্ছে।নতুন আবেদন করারও সুযোগ রয়েছে।