Chandranath Sinha: ফের শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় সকাল সাড়ে ১০টায় CGO কমপ্লেক্সে হাজির চন্দ্রনাথ
ABP Ananda Live: শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথের। গত মার্চে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন, দাবি করে ইডি। ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চন্দ্রনাথকে তলব, দাবি ইডি সূত্রের।
আরও খবর, আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক দুর্নীতি মামলায়, সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি এবং আরও দু-জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে CBI. আর মঙ্গলবার তাঁদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ। নিজাম প্যালেস থেকে আলিপুর শোনা গেল চোর-চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ চারজন আদালতে পৌঁছনোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আদালতকক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালতকক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ।