Ek Dojon Golpo:দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।Bangla News
রাশিয়ার হামলায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া ইউক্রেনের একটা শহর বুচা! সেখানে অবাধ হত্যালীলা চালাল কারা? রুশ সেনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও, দায় নিতে নারাজ মস্কো। তবে কি কোনও ঘাতক বাহিনী ঢুকেছিল বুচায়? বিপদসঙ্কুল বুচার আনাচ-কানাচ থেকে উঠে এল হাড়হিম করা তথ্য! এবিপি আনন্দর বিশেষ প্রতিবেদন।
দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও ফেঁসে রয়েছেন ৮ জন যাত্রী। ৪০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সেনা ও আধা সেনা, বায়ু সেনা, এনডিআরএফ। সাহায্য নেওয়া হচ্ছে বায়ুসনার হেলিকপ্টারের। । যাঁরা রোপওয়েতে আটকে রয়েছেন, তাঁদের কাছে জল নেই। তাঁদের কাছে জল পৌঁছোনোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের। মাটি থেকে ৮০০ মিটার উঁচুতে ওই রোপওয়েতে ফেঁসে আছেন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকরা।



















